ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর ফের গুলি, নিহত ৫


১৫ মার্চ ২০২১ ২২:৪২

মিয়ানমারে ফের নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। গতকাল ৩৯ জন নিহত হওয়ার পরদিন সোমবার ফের এ হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, এদিন মধ্যাঞ্চলীয় মাইংইয়ান ও অংলান শহরে পুলিশ গুলিবর্ষণ করে। এছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও পশ্চিমাঞ্চলীয় শহর হাখায় কারাবন্দি নেত্রী অং সান সু চির সমর্থকরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে।

মাইংইয়ানে তিন ও অংলানে দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন বলে বলা হয়েছে।

রোববার মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

ইয়াঙ্গুনের হ্লায়াইং থারইয়া এলাকায় আন্দোলনকারীরা লাঠি ও ছুরি হাতে বিক্ষোভ করলে এলোপাতাড়ি গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাতে ৩৯ জন মৃত্যুবরণ করেন।

১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় দেশটির সামরিক বাহিনী।

তারা বেসামরিক নেতা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেফতার করেছে।

গত মাসের অভ্যুত্থানকে মেনে নিতে অস্বীকার করেছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। বিপ্লবের ডাক দিয়ে তারা আত্মগোপনে চলে গেছেন।

সামরিক বাহিনীর ধরপাকড় প্রতিরোধে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের নেতা মান উইন খায়াং থান।