ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


সৌদির হজমন্ত্রী বরখাস্ত


১৪ মার্চ ২০২১ ০১:৪৮

সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী মোহাম্মদ বেনতেনকে বরখাস্ত করেছেন দেশটির বাদশাহ। প্রতিমন্ত্রী ইসাম বিন সাঈদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। শুক্রবার এক রাজকীয় ডিক্রির বরাতে দেশটির বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে।

এক টুইটে এসপিএ জানিয়েছে, মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে পদত্যাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। ২০১৬ সালে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সৌদি সরকারের আয়ের বড় একটি উৎস হিসেবে বিবেচনা করা হয় হজ ও ওমরাহ খাতকে। এই অবস্থায় হজ ও ওমরাহ পরিচালনায় প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু প্রণোদনার অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সোমবার দেশটির বার্তা সংস্থা এসপিএ এমন খবর দিয়েছে। করোনা মহামারীতে ব্যক্তিগত, ব্যবসায়িক খাত ও বিনিয়োগে প্রভাব লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব খাতের জন্য প্রণোদনা—

১. মক্কা ও মদিনায় পৌর বাণিজ্য কার্যক্রমে আবাসন প্রতিষ্ঠানগুলোকে এক বছরের জন্য লাইসেন্স ফি মওকুফ করে দেওয়া হবে

২. নিয়োগকৃত প্রবাসীদের ফি দেওয়া থেকে হজ ও ওমরাহ খাতের প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের জন্য রেহাই দেওয়া হবে

৩. মক্কা ও মদিনায় আবাসন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়নে একবছরে কোনো অর্থ দিতে হবে না। পরবর্তীতে এ সময় আরও বাড়ানো হতে পারে

৪. হজ ও ওমরাহ খাতে কর্মরত প্রবাসীদের আবাসন ফি আগামী ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এ সংক্রান্ত কিস্তি পরিশোধের মেয়াদ একবছর করা হয়েছে

৫. হজ ও ওমরাহ যাত্রীদের পরিবহনে বাস কোম্পানিগুলোর লাইসেন্স কোনো ফি ছাড়াই একবছর বাড়িয়ে দেওয়া হয়েছে

৬. চলতি বছরের হজ মৌসুমে নতুন বাসের শুল্ক আদায় আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে। নির্ধারিত তারিখ থেকে চার মাস মেয়াদে কিস্তি পরিশোধ করতে হবে।