ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স আর নেই


১২ মার্চ ২০২১ ০১:১৬

বিশ্বের প্রথম কমপ্যাক্ট ক্যাসেট টেপের উদ্ভাবক ল্যু ওটেন্স আর নেই।

ডাচ্ সংবাদমাধ্যম এনআরসি হ্যান্ডলসব্লটের খবরে বলা হয়েছে, গত ৬ মার্চ ৯৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি ।

ডাচ্ ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠান ফিলিপসে কাজ করতেন ল্যু। সেখানে কর্মরত অবস্থায়ই ১৯৬০ এর দশকের শুরুতে ক্যাসেট পেট তৈরির কাজ শুরু করেন।

এনপিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ল্যু সবার জন্য সহজলভ্য ও সহজে ব্যবহারযোগ্য গান শোনার মাধ্যম তৈরি করতে চেয়েছিলেন। সে সময়ের রিল-টু-রিল টেপ আকারে অনেক বড় ছিল।

১৯৬৩ সালে প্রথম কমপ্যাক্ট ক্যাসেটের প্রচলন করে ফিলিপস। পরের সবটুকুই ইতিহাস।

যদিও ল্যু ওটেন্সের ক্যারিয়ারের সেখানেই শেষ নয়। ফিলিপস ও জাপানি প্রতিষ্ঠান সনিকে কমপ্যাক্ট ডিস্ক (সিডি) তৈরিতেও তিনি সাহায্য করেছিলেন।