ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মোদির সমাবেশে এলেন না অক্ষয়


৭ মার্চ ২০২১ ২১:৩৪

পশ্চিমবঙ্গের কলকাতায় বিজেপির সমাবেশে বলিউড তারকা অক্ষয় কুমারের উপস্থিতি নিয়ে যে প্রচারণা চালানো হয়েছিল; অবশেষে তা সত্যি হলো না।

সমাবেশের মঞ্চে অভিনেতা মিঠুন চক্রবর্তী দেখা গেলেও অক্ষয় আসেননি বলে জানা গেছে।

আজ রোববার কলকাতায় ব্রিগেডে শাসক দল বিজেপির সমাবেশ হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাবেশের মঞ্চে উপস্থিত থাকবেন।

সমাবেশে নরেন্দ্র মোদির সঙ্গে অক্ষয় কুমার থাকবেন বলে গতকাল শনিবার থেকে প্রচার চলছিল।

আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার বিজেপি-তে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছিলেন, অক্ষয় ব্রিগেডে আসছেন। তবে রোবার সকালে অক্ষয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্রিগেডে থাকছেন না ‘খিলাড়ি’।

মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। ২০১৭ সালে অভিনেতার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রচারের অংশ। একাধিক সময়ে প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে।