ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


টিকা নিলেন মোদি


১ মার্চ ২০২১ ১৫:৪৫

সংগৃহিত

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা কোভ্যাকসিন গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে টিকা গ্রহণ করেন মোদি। খবর এনডিটিভির

টিকা নেয়ার পর নরেন্দ্র মোদি জানান, এদিন এইমসে গিয়ে করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।

করোনা কোনো সমস্যা নেই, তাদের করোনার টিকা নেয়ার আহ্বান জানান মোদি। ভারতে সাধারণ মানুষকে করোনার টিকাদান শুরু হয়েছে আজ। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬০ বা তার বেশি বয়সী নাগরিকদের টিকা দেয়া হবে। দেশটিতে প্রথম দফায়, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেয়া হয়েছে পুলিশকর্মীদের।