ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


করোনায় আক্রান্ত মাওলানা তারিক জামিল


১৫ ডিসেম্বর ২০২০ ১৭:৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল। সোমবার (১৪ ডিসেম্বর) করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি এক টুইটার পোস্টে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড-১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

মাওলানা তারিক জামিল ১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দ পণ্ডিত। তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ২০১৩-১৪ সালে দ্য মুসলিম ৫০০-এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।