ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


ফ্রান্সে প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫


৯ ডিসেম্বর ২০২০ ১৭:৫১

ফ্রান্সের আলপস পর্বতমালায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রশিক্ষণ মিশনে কাজ করছিল হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার আগে এটি এক হাজার ৮০০ মিটার ওপরে ছিল। ঘটনাস্থলে উদ্ধারকাজে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

ফ্রান্সের বিমান দুর্ঘটনা ব্যুরো কী কারণে দুর্ঘটনা ঘটেছে বলতে পারেনি। তারা একটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে একটি তদন্ত টিমকে পাঠানো হবে বলে জানিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক টুইট বার্তায় এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, দুর্ঘটনার শিকার ফ্রান্সের এই হিরোদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি ফ্রান্সের জনগণের সমর্থন জ্ঞাপন করছি।