ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মন্দিরে শিশুটিকে ধর্ষণ করলো ২ পুরোহিত


৪ অক্টোবর ২০১৮ ২০:৫৫

ছবি ফাইল ফটো

প্রসাদ দেওয়ার নাম করে মন্দিরে ডেকে নিয়ে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করেছেন ওই মন্দিরের দুই পুরোহিত। পুলিশ ওই দুই পুরোহিতকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের দাতিয়ার একটি মন্দিরে প্রসাদ দেওয়ার নাম করে পাঁচ বছরের ওই শিশুটিকে ডেকে এনেছিলেন দুই পুরোহিত। তারপর তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) নেয় মধ্যপ্রদেশ পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনার শিকার শিশুটির বরাত দিয়ে পুলিশ জানান, পূজার প্রসাদ হিসেবে দেওয়া মিষ্টির লোভ তাকে দেখানো হয়েছিল। ধর্ষণের পর ওই দুই পুরোহিতই শিশুটিকে তার বাড়ি পৌঁছে দেয়। পুলিশের ধারণা, শুধু ওই শিশু নয়, আর অনেকের সঙ্গেই অভিযুক্তরা এমন কাণ্ড করে থাকতে পারে।

আরকেএইচ