ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


সেলফ আইসোলেশনে বরিস জনসন


১৬ নভেম্বর ২০২০ ১৯:২৩

বৈঠকে অংশ নেওয়া এক সংসদ সদস‌্যের করোনা পজিটিভ জানার পর সেলফ আইসোলেশনে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি জানিয়েছেন, এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) ন‌্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে এখনও কোনো লক্ষণ দেখা যায়নি।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) অ‌্যাশফিল্ডের সংসদ সদস‌্য লি অ‌্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট মিটিং করেন বরিস জনসন। পরে কোভিড-১৯ পরীক্ষায় ওই সংসদ সদস‌্যের ফল পজিটিভ আসে।

রোববার এক টুইটে বরিস জানান, আজ আমি এনএইচএস’র সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে।

আমার করোনার কোনো লক্ষণ নেই, তবে আমি নিয়ম মেনে অফিস থেকে কাজ চালিয়ে যাবো বলেও জানান তিনি।

এদিকে সামনের দিনে করোনা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ‌্যের করণীয় নির্ধারণে ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দিতে পারেন প্রধানমন্ত্রী। ঘোষণায় ‘পরিষ্কার বার্তা’ থাকবে বলে জানিয়েছেন ডাউনিং স্ট্রিট।

এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হন বরিস জনসন। সে সময় লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে তিন রাত থাকতে হয়।