ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মার্কিন নির্বাচন: ভুয়া ব্যালট সরবরাহের অভিযোগে গ্রেফতার ২


৭ নভেম্বর ২০২০ ২১:৩০

ভুয়া ব্যালট সরবরাহের অভিযোগে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে থেকে দুই সশস্ত্র ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। তারা ট্রাকভর্তি ভুয়া ব্যালট সরবরাহ করতে শহরে এসেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ফিলাডেলফিয়ার ওই সেন্টারে ভোট গণনা চলছে।

আজ শনিবার দুপুরে সিএনএন এ খবর প্রকাশ করেছে। মার্কিন নির্বাচনে এখনো ভোট গণনা চলছে। পেনসিলভেনিয়া জয় নিশ্চিত হলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন। এ রাজ্যে জয় পাওয়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অ্যান্তোনিও লামোত্তা (৬১) ও জশোয়া ম্যাসিয়াস (৪২) নামের সেই দুই ব্যক্তিকে আটক করা হয়। ভার্জিনিয়া থেকে এসেছিলেন তারা। অনুমতি ছাড়াই ভোট গণনা কেন্দ্রের সামনে অস্ত্রসহ অবস্থান করছিলেন জশোয়া ও অ্যান্তোনিও।