ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


কলকাতা মেডিকেল কলেজে আগুন


৩ অক্টোবর ২০১৮ ২১:৩০

কলকাতা মে়ডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৫০ জন রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির

বুধবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার পর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ও স্বজনদের মথ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীকে দেখা যায়- হাতে স্যালাইন দেয়া অবস্থায় স্ট্রেচারে করে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি।  হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে ধোয়া বের হতে দেখা গেছে।
 
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে বেশ কয়েকটি ভবন রয়েছে। এটি কলকাতার অন্যতম পুরাতন একটি হাসপাতাল। 

এসএমএন