ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


নোবেলের ইতিহাস বদলে দিলেন এ নারী


৩ অক্টোবর ২০১৮ ০৬:০৮

পৃথিবীর সব থেকে সম্মানজনক পুরস্কার নোবেল। এবার পদার্থে নোবেল জিতে ইতিহাস বলে দিয়েছেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড।

গত ৫৫ বছরের মধ্যে এই প্রথম কোনো নারী পদার্থবিজ্ঞানী নোবেল পূরস্কারে ভূষিত হলেন। ইতিহাসে তিনি তৃতীয় নারী হিসেবে এ পুরস্কার পেলেন। এর আগে ১৯০৩ সালে ম্যারি কুরি এবং ১৯৬৩ সালে মারিয়া গোপোয়ের্ট-মায়ের পদার্থে নোবেল পুরস্কার পান। খবর-বিবিসি

এতে বলা হয়, লেজার নিয়ে গবেষণার যুগান্তকারী উদ্ভাবনের জন্য আরো দুই বিজ্ঞানীর সঙ্গে যৌথভাবে এবার পদার্থে নোবেল পান ডোনা স্ট্রিকল্যান্ড। অন্য দুজন হলেন, যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী আর্থার আশকিন এবং ফ্রান্সের জিরার্ড ম্যুরো।

ড. আশকিন ‘অপটিক্যাল টুইজার্স’ নামে একটি লেজার কৌশল আবিষ্কার করেন। যা জৈবিক পদ্ধতি পড়ার কাজে ব্যবহৃত হয়। ড. ম্যুরো এবং স্ট্রিকল্যান্ড উচ্চ তীব্রতা এবং খুবই সংক্ষিপ্ত লেজার স্পন্দন আবিষ্কার করেন। এর ব্যবহারে ভিন্নতা রয়েছে। তারমধ্যে একটি চোখের লেজার অস্ত্রোপচারে ব্যবহৃত হয়।

এসএ