ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


পাকিস্তানে অর্থ বরাদ্ধ বাতিলের ঘোষণা ট্রাম্পের


২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩০

পাকিস্তানের জন্য বরাদ্দ করা ৩০০মিলিয়ন ডলারের অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জঙ্গিবিরোধী অভিযানে ব্যর্থতার অভিযোগে এনে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন মার্কিন প্রশাসন।

পেন্টাগন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোন ফলনার জানিয়েছেন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জরুরি খাতে ব্যয় হবে এ অর্থ। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে যুক্তরাষ্ট্রের।

পাকিস্তান মার্কিনিদের কাছ থেকে অনুদান নিয়েও প্রতারণা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প।পাকিস্তানকে হাক্কানি নেটওয়ার্ক এবং তালেবানের মতো গোষ্ঠী গুলোর বিচরণভুমি বলে অভিযোগ করেন।

যদিও আফগানিস্তানে যুদ্ধের সময় পাকিস্তান তার এলাকা আন্তর্জাতিক সৈন্য সরবরাহ করার জন্য ২০০১ সাল থেকে এবং আল-কায়েদার মতো কিছু সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলির সাথে সহযোগিতা করে আসছিল।

জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশের জন্য অর্থ সাহায্য কমিয়ে আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইতোমধ্য বাতিল করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের অর্থসাহায্য।