ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


‘ইয়েমেনে স্বুল বাসে হামলা ভুল ছিল’


২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৭

ইয়েমেনে স্কুল বাসে হামলার চালানো ভুল ছিল বলে স্বীকার করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গত মাসের ওই হামলায় বেশ ২২ শিশু নিহত হন।
সৌদি আরব বলেছেন, এটি একটি বড় ভুল ছিল এর জন্য দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সাল থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যৌথ ভাবে ইয়েমেনের উপর হামলা চালিয়ে আসছে।

আগস্টের প্রথম দিকে ইয়েমেনে স্কুল বাসে হামলা চালিয়ে ৪০ শিশু হত্যার অভিযোগ ওঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে। ওই হামলার পর জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইয়েমেনে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে।

এরপর ২৩ আগস্ট বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে কমপক্ষে ২২ শিশুসহ ৪ নারী প্রাণ হারায়। প্রথম হামলার পর প্রাণে বেঁচে যাওয়া শিশুতের উপর আবার হামলা চালালে সৌদি সামরিক জোট এই দাবি অস্বীকার করেন।

এবার জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের দোষ স্বীকার করেছে সৌদি জোট। জয়েন ইনসিডেন্ট অ্যাসেসমেন্ট টিম নামের তদন্ত কমিটিও গঠন করেছে তারা। এক বিবৃতিতে কমিটি বলে, তাদের কাছে খবর আসে যে ওই বাসে করে হুথিবিদ্রোহীদের নেওয়া হচ্ছিলো। তাই সেখানে হামলা চালানো হয়।

সৌদি জোটে দাবি, খালি জায়গায় হুথিদের ওপর হামলা চালাতে পারলে বেসামরিক নিহত হওয়ার শঙ্কা কমে যেত।