ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


চাদে বোকো হারাম বাহিনীর হামালায় সেনাসহ নিহত ১৭


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৭

বোকো হারাম বাহিনীর হামালায় আফ্রিকান রাষ্ট্র চাদে দুই সেনা সদস্যসহ মোট ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনা দেশটির লেকের কাছে ঘটে।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে দুই সেনা সদস্য, তিন বনবিভাগের কর্মকর্তা ও একজন কাস্টম কর্মকর্তা। অন্যরা সাধারণ মানুষ বলে জানা যায়।

এর আগে গত ২২ জুলাই বোকো হারাম বাহিনী চাদের ১৮ জন গ্রামবাসীকে হত্যা করে। ২০০৮ সাল থেকে বাহিনীটি নাইজেরিয়ায় তাণ্ডব চালিয়ে আসছে। তারা এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। সংহিসতা সৃষ্টি করে লাক্ষাধিক মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে।

আইএমটি