ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭

এক রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ১৯তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে এ সফরে আসছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়।

আগামী ৪ ও ৫ অক্টোবরের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। এছাড়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে তার।

ক্রেমলিনের তথ্য দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এ সফরে মোদি এবং পুতিন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়াও চলমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুগুলো নিয়েও কথা বলবেন তারা। পুতিনের এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হবে বলে জানা গেছে। খবর টাইমস্ অব ইন্ডিয়া।

এমএ