করোনার মধ্যেই ভারতে গোলাগুলি, নিহত ৩

করোনার মধ্যেই ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত ও দুই পাকিস্তানি আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুই দেশের সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে এখন সেখানে গোলাবর্ষণের ঘটনা থেমেছে।
এ বিষয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে এক শিশু ও একজন নারী। এছাড়াও এতে আহত হয়েছেন পাঁচজন। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন, ভারতীয় গোলায় দুই পাকিস্তানি আহত হয়েছেন। গত বছর কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। যার ফলে প্রায়ই দু পক্ষের সেনাদের মধ্যে সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটে থাকে।