রাজধানীর উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর উত্তর বাড্ডায় এএমজেড হাসপাতালের সামনে অছিম পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান খবরটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
