ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


ইতালিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি


১১ এপ্রিল ২০২০ ২১:৫২

ইউরোপে করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দু এখন ইতালি। তাই দেশটিতে সংক্রমণ ঠেকাতে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।

ইতালিতে চলমান লকডাউন ১৩ এপ্রিল শেষে হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসে মৃত্যু এখনো নিয়ন্ত্রণে না আসায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতালির সংবাদমাধ্যম আনসার বরাতে বিষয়টি জানা যায়।

তবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কিছু সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান যেমন-বুকশপ, স্টেশনারি স্টোর ও শিশুদের কাপড়ের দোকান খোলার অনুমতি পেতে পারে।

শুক্রবার এক ভাষণে কোঁতে বলেন, ‘জাতীয় কোয়ারেন্টাইন অন্তত ৩ মে পর্যন্ত বাড়ানো হবে। এ সিদ্ধান্ত নেয়াটা সহজ নয়, কিন্তু পরিস্থিতি এটিই দাবি করছে।’

প্রথমবার ঘোষিত লকডাউনের প্রায় এক মাস পর আবারো লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই সাথে সময়ের সাথে তা আরো কঠোরতা আরোপ করছেন।

ইতালি ইউরোপের প্রথম কোনো দেশে, যারা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছিল।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছেন এবং ৫৭০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জনে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৪৯ জনে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৩০ হাজার ৪৫৫ জন, বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।