ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


কানাডায় একি হারালেন সূচি!


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫০

কানাডার হাউজ অব কমনস সর্বসম্মতিক্রমে মিয়ানমারে রোহিঙ্গা হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি প্রস্তাব পাশ করার পর সূ চির নাগরিকত্ব বাতিল করতে যাচ্ছে। এমন আভাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডাভিত্তিক বাংলা অনলাইন পোর্টাল নতুনদেশ.কম জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘কানাডার পার্লামেন্ট তাকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছে। এবং এটি নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে পারি।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পৈশাচিক গণহত্যা ও নিপীড়নের পরিপ্রেক্ষিতে সু চিকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের আলোচনায় নিজের সম্মতির কথা জানালেন ট্রুডো।

তিনি বলেন, মিয়ানমারের নেত্রী সু চির কানাডার নাগরিকত্ব আছে কি না, সেটি খতিয়ে দেখবেন দেশটি। ১৯৭৭ সালে কানাডার পার্লামেন্ট অং সান সু চিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল।

এখন সূ চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করতেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এসএমএন