ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


ব্রিটিশ রাজপরিবারে সমকামি বিয়ে


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৫

মেয়েদের উপস্থিতিতে সমকামি বিয়ে হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ রাজপরিবারে। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আপন চাচাত ভাই লর্ড ইভার মাউন্টব্যাটেন তার বন্ধু জেমস কোয়েলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এটি হলো ব্রিটিশ রাজপরিবারে সমকামি প্রথম বিয়ে। লর্ড ইভার স্ত্রী পেনির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার বন্ধুকে বিয়ে করলেন। জেমস কোয়েলের তিন মেয়ে রয়েছে। তারা হলেন এলা, আলেক্সান্দ্রা ও লুইজি। তারাও বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১০ সালে লর্ড ইভার সঙ্গে পেনির বিয়ে বিচ্ছেদ ঘটে। তাদের সংসারিক জীবন ছিল ১০ বছর। সমকামিতার ফলেই তাদের বিয়ে টেকেনি যা এতদিন গোপন ছিল।

গত শনিবার তারা ডেভনে বিয়ে বন্ধনে আবদ্ধ হন যেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ১২০ জন। বিয়ের পর তাদের ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন লর্ড ইভার। নিচে মন্তব্য করেন, শেষ পর্যন্ত আমরা বিয়ে করতে পেরেছি যদিও ব্রিটেনে বৈরী আবহাওয়া বিরাজমান।

এবছরের শুরুতে লর্ড ইভার, তার সাবেক স্ত্রী পেনি ও বন্ধু জেমস তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য বলেন, যৌবন থেকেই তিনি সমকামি থাকলেওকখনো তার অভিভাবকের কাছে বলতে পারেননি। সুত্র:এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

এসএমএন