ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


গণেশ বিসর্জনে প্রাণ গেলো ১৮


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৩

ভারতের মহারাষ্ট্রে ১১ দিন ধরে চলা গণেশ পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পৃথক ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার বিসর্জন শুরু হলেও উৎসব ৩০ ঘণ্টা পর সোমবার বিকেলে শেষ হয়।

দেশটির একটি বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, পূজা বিসর্জনকালে ডুবে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে পুনেতে ৪, রতনগিরিতে ৩, ভানদারায় ২, সাতারায় ২ এবং মুম্বাই, নানদেদ, বুলধানা ও আহমেদনগরে ১জন করে মারা গেছেন।

এ উৎসব শেষে পুরো রাজ্যজুড়ে লাখ লাখ গণেশ মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে। গণেশ ভক্তরা নেচে গেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।

এসএমএন