ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


স্যুপে মরা ইঁদুর...


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫১

স্যুপ খেতে কার না ভাল লাগে। তাতে যদি থাকে মরা ইঁদুর। হঠাৎ করেই গরম স্যুপের মধ্যে ভেসে উঠলো একটা মরা ইঁদুর। আর তাতেই জনপ্রিয় এক রেস্তোরার জরিমানা হলো প্রায় ১৯ কোটি ডলার।

জানা যায়, হটপট ‘শিয়াবু শিয়াবু’ নামের জনপ্রিয় চীনের এক রেস্টুরেন্টে স্যুপের অর্ডার করেছিলেন ১জন অন্ত:সত্ত্বা নারী। কিন্তু সেই স্যুপে পাওয়া যায় একটি মরা ইঁদুর। সাথে সাথে সেই ইদুরের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনপ্রিয়তায় ধস নামে রেস্টুরেন্টটির।

যদিও আপাতত সাংদং প্রদেশের ওই শাখাটি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ওই ভদ্র মহিলাকে ৭২৯ ডলার বা ৫০০০ হাজার ইয়াং দিতে হয়েছে।

তবে মহিলাটির স্বামী বলেছেন, তার স্ত্রীকে মেডিকেল চেক আপ না করে ক্ষতিপূরণ দাবি করবেন না তারা। কেননা তার স্ত্রী সেই স্যুপ কয়েক চামচ খেয়েও ফেলেছেন।

৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর রেস্টুরেন্টটিতে নিয়মিত আসা অনেক খাবারপ্রেমী বলেন, ‘এই ঘটনা জানার পর কেমন জানি বমি আসছিল। আমি কখনোই ওই রেস্টুরেন্টে খাবার খেতে যাব না’।

১১ সেপ্টেম্বরের এক হিসেবে দেখা গেছে, অক্টোবর পর্যন্ত শেয়ার বাজারে সবচেয়ে নিম্ন স্তরে চলে গেছে ওই রেস্টুরেন্টের নাম।

তবে ওয়েলফেং সিটি কর্তৃপক্ষ বলেছেন, তবে যে রেস্টুরেন্টটিতে এই ইঁদুর পাওয়া গেছে আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি।

এসএমএন