সারিহা ফিরে পেলো মায়ের কোল

ইতালির মিলানে বসবাসরত প্রবাসী সাংবাদিক এবং ব্যবসায়ী রুহুল আমীন রাহুলের ৬ বছরের আদরের মেয়ে সারিহা।
গতকাল রোববার(২৩ সেপ্টেম্বর) সারিহা দুপুর ১২.২৫ টার দিকে বাসার নিচে খেলতে গিয়ে হারিয়ে যায়।
মেয়ের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয় মিলান পুলিশের কাছে। পুলিশ সদস্যরা দ্রুত পাঁচ-ছয়টি দলে বিভক্ত হয়ে অনুসন্ধান চালাতে শুরু করেন।
মাত্র ১ ঘণ্টার মধ্যেই তারা সারিহাকে খুঁজে পান এবং শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয় মিলানের পুলিশ!
যা দক্ষতা ও পেশাদরিত্বের মিশেলে অন্যরকম এক মানবিক ঘটনা ।
এসএমএন