প্রেমিকাকে সঙ্গে নিয়ে শতাধিক নারীকে ধর্ষণ করেন চিকিৎসক!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চিকিৎসক গ্রান্ট উইলিয়াম রোবিশিয়াচ (৩৮) মাদক ও অচেতন করা ওষুধের মাধ্যমে নারীদেরকে ফাঁদে ফেলে ধর্ষন করতেন। এ কাজে তাকে সহায় করতেন তার প্রেমিকা শেরিছা লার রিলে ৩১। খবর সিএনএন'র।
ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বলছে ভয়ঙ্কর চিকিৎসক রোবিশিয়াচ ও তার প্রেমিকা শেরিছা লরা রিলে তাদের সুদর্শন চেহারা ও মাদকের মাধ্যমে আকৃষ্ট করে দুই নারীকে ধর্ষণ করেছেন। কিন্তু রোবিশিয়াচের মোবাইলে পাওয়া ভিডিওগুলো পর্যবেক্ষণ করে ধারনা করা হচ্ছে অন্তত একশ’র বেশি নারী তাদের নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন বিকৃত শারীরিক নির্যাতনও করেছেন ওই নারীদের ওপর। এ নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। তবে বর্তমানে অভিযুক্তরা জামিনে রয়েছেন। আগামী ২৫ অক্টোবর এ ঘটনায় রায় শোনাবে আদালত।
গত বুধবার ক্যালিফোর্নিয়ার ওরাঞ্জ বিভাগের অ্যাটোর্নি চিফ সুশান কাং স্ক্রুডার বলেন, নতুন করে ৬ জন ভু্ক্তভোগী তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়া ৩০ জন ভুক্তভোগী এ মামলার তদন্তকারীদের কাছে ফোন করেছেন।
তবে আসামিপক্ষের অ্যাটর্নিরা দাবি করেছেন, অভিযুক্তরা অপরাধের কিছু করেননি।
আরকেএইচ