ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪


২২ ডিসেম্বর ২০১৯ ২২:৪৪

ভারতে চলমান নাগরিকত্ব সংশোধন আইন বিরোধে বিক্ষোভে সবশেষ আট বছর বয়সী এক শিশু এবং চার বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর ফলে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত দেশব্যাপী পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হলো ২৪। দেশটির সংসদ বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন পাস করার পর থেকেই এর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত আছে। এই আইনের ফলে মুসলিম বৈষম্যের শিকার হয়েছেন এবং এর ফলে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করছেন সমালোচকরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) উত্তর প্রদেশে বিক্ষোভ সহিংসতার রূপ ধারণ করে বলে রাজ্যটির পুলিশের মুখপাত্র শিরিশ চন্দ্র এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন। বারানসিতে আড়াই হাজার মানুষের একটি মিছিল চলাকালে পদপিষ্ট হয়ে আট বছরের শিশুটি মারা যায় বলে জেলা পুলিশ প্রধান প্রভাকর চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল, তখন তারা আতঙ্কে যে যার মতো ছুটতে শুরু করেন। এসময় পদপিষ্ট হয়ে মারা যায় শিশুটি। টাইমস অব ইন্ডিয়া জানায়, শিশুটি তার এক বন্ধুর সঙ্গে একটি লেনে খেলা করছিল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) মতে, উত্তর প্রদেশের ১৩টি জেলায় শুক্রবারের বিক্ষোভ থেকে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। নাগরিকত্ব বিল, ২০১৯ গত ৯ ডিসেম্বর লোকসভায় এবং ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয়। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ১২ ডিসেম্বর বিলটিতে সই করলে এটি আইন হয়ে যায়। এই আইন অনুযায়ী, ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম সংখ্যালঘুরা অবৈধ অনুপ্রবেশকারী নয়। এসব দেশে থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টানদের কাছে বৈধ কাগজপত্র না থাকলেও তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে এই আইনের অধীনে।

নতুনসময়/আইকে