ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


মেয়ে হওয়ায় শিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন দাদি!


২ ডিসেম্বর ২০১৯ ০৫:০২

সাত দিনের মেয়ে শিশুকে ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার দাদির বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে ভারতের বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে। পরে ওই শিশুর মা তামিলসেলভি তার শাশুড়ি পরমেশ্বরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শিশুটির মা তামিলসেলভি জানান, শাশুড়ির কাছে মেয়েকে রেখে শৌচাগারে গিয়েছিলেন তিনি। ফিরে এসে আর মেয়ের দেখা পাননি।

শিশুর দাদি পরমেশ্বরী জানান, কয়েকজন লোক জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল। তারাই শিশুটিকে কেড়ে নিয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র এক প্রতিবেদনে বলা হয়, শাশুড়ির কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেন তামিলসেলভি। পরে তল্লাশি করে বাড়ি সংলগ্ন একটি খালি জায়গা থেকে শিশুটির মরদেহে উদ্ধার করে পুলিশ। ওই শিশুর মাথায় গভীর ক্ষত ছিল। চাপের মুখে পরবর্তীতে অপরাধ স্বীকার করেন পরমেশ্বরী। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে সময়ের আগেই সন্তানপ্রসব করেন তামিলসেলভি। জন্মের পরই জণ্ডিস ধরা পড়ে তার। মেয়ে হওয়ায় এমনিতেই অসন্তুষ্ট ছিলেন পরমেশ্বরী। শেষে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।