ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সড়কে কাতরাচ্ছে অসহায় চিতা (ভিডিও)


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০২

ভারতের বীর পাড়া ৩১ নম্বর জাতীয় সড়কে দলগাঁও ও তাসাটি চা বাগানের সামনে জখম হয়ে রাস্তায় পড়ে রইল একটি চিতাবাঘের বাচ্চা।  

সেখানকার স্থানীয়রা ভাবছেন চিতাবাঘের কোমর বা পায়ের হার ভেঙ্গে রাস্তা পড়ে আছেন। তবে তারা কেউই সামনে এগিয়ে যাওয়ার সাহস পাননি।

প্রায় আধ ঘন্টা ধরে আটকে ছিল জাতীয় সড়কে। অবশেষে নিজে থেকেই কোন ক্রমে চিতা বাঘটি জঙ্গলে ঢুকে যায়।

পরে খবর পেয়ে বনকর্মীরা এসে চিতাবাঘটিতে বেহুঁশ করে জলদাপাড়ার দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে যে ওই চিতাবাঘটির কোমর ভেঙ্গে গিয়েছে।

আরআইএস

ভিডিও দেখতে ক্লিক করুন