ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী


১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫২

প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক ভারতীয় তরুণী। সেই তরুণীর পরিবার মেয়েকে ফেরতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাহায্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আবেদন করেছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সঞ্জনা বিশ্বাস (১৯) নামের সেই মেয়ের সঙ্গে কয়েক বছর আগে জামালপুরের ইদ্রিস আলীর ছেলে লাবু মিয়ার (২৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে সঞ্জনা নদী পার হয়ে জামালপুরে এসেছিলেন। তখন লাবুর বাবা কৌশলে মেয়েটিকে চর মেঘনা গ্রামে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। পরে মোবাইলের মাধ্যমে দুজনের মধ্যে আবার যোগাযোগ হয়। গত বৃহস্পতিবার বিকেলে সঞ্জনা নদী পার হয়ে আবারও জামালপুর চলে আসেন।

এ ঘটনায় সেই তরুণীকে ফেরত চেয়ে বিএসএফ চিঠি দেয় বিজিবিকে। এরপর বিজিবি লাবুর বাবা ইদ্রিস আলীর বাড়ি গিয়ে ভারতীয় তরুণীর সন্ধান চাইলে পরিবারের লোকজন জানান, লাবু-সঞ্জনা কাউকে না জানিয়ে ঢাকায় চলে গেছেন।

এদিকে শনিবার সকালে বিষয়টি নিয়ে জামালপুর সীমান্তে নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন প্রাগপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার সুবোধ পাল ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের চর মেঘনা ক্যাম্পের অধিনায়ক বান কে সিং। বৈঠকে ভারতীয় তরুণীর সন্ধান পেলে তাঁকে ফেরতের আশ্বাস দেয় বিজিবি।

জামালপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ আশরাফুল আলী বলেন, ওই তরুণীর খোঁজে বিজিবিসহ গোয়েন্দা সংস্থা কাজ করছে। ওই তরুণী এর আগেও একবার এসেছিলেন। তাঁকে ফেরত পাঠানো হয়েছিল। আবার এসেছেন। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ওই তরুণীকে ফেরত চাওয়া হয়েছে।

এসএ