ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের তাণ্ডবে নিহত ৫


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৬

ছবি সংগৃহিত

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের তাণ্ডবে যুক্তরাষ্ট্র্রের উত্তর ক্যারোলিনায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের তাণ্ডবে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক পরিমাণ গাছপালা উপড়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাটও। খবর সিএনএনের

উত্তর ক্যারোলিনার পুলিশ এক টুইট বার্তায় জানায়, উত্তর ক্যারোলিনার ভিলিংটন এলাকায় একটি ঘরের উপর গাছ উপড়ে পড়ায় মা ও শিশু নিহত হয়েছেন। শিশুটির বাবা গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর রাতে দক্ষিণ ক্যারোলিনার দিকে অগ্রসর হতে থাকে। আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড়টির মাত্রা ১-এ নামিয়ে আনলেও এটি নর্থ ও সাউথ ক্যারোলিনা এবং ভার্জিনিয়াকে লণ্ডভণ্ড করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আশ্রয়কেন্দ্রের বারান্দায় কম্বল, বাতাসে ফোলানো যায় এমন ম্যাট্রেস ও বিছানা নিয়ে মানুষজনকে ভিড় করতে দেখা গেছে। তুমুল বৃষ্টি ও ঝড়ের তীব্রতার কারণে ফ্লোরেন্স এখনও যথেষ্ট শক্তিশালী বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।

আরকেএইচ