ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


মাগুরায় শ্রবণ প্রতিবন্ধী স্কুলের দাবিতে মানববন্ধন


৫ নভেম্বর ২০১৮ ০৩:০০

মাগুরায় শ্রবণ প্রতিবন্ধী স্কুলের দাবীতে মানবন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (৪ নভেম্বর) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে বেসরকারি সংস্থা সেভ এন্ড এনকারেজ টু ডেভেলপ -সেড এ মানববন্ধনের আয়োজন করে।

মানববনন্ধনে বক্তব্য রাখেন আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক শামছুজ্জামান পান্না, কাজী আব্দুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার তাসুকুজ্জামান, কাজী মাহবুবুর রহমান, মাগুরা মুখ বধির সমিতির সাধারণ সম্পাদক মিরন বাহাদুর। বক্তারা মাগুরায় শবণ প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার দাবি জানান।

 

এমএ