ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


রাজশাহী-১৯৯৭ গ্রুপের ধারাবাহিক আয়োজনের ইফতার, দোয়া ও পোষাক বিতরণ


১৫ এপ্রিল ২০২৩ ০৩:১৫

ছবি সংগৃহীত

রাজশাহী-১৯৯৭ গ্রুপের আয়োজনে মোহনপুর উপজেলার পাকুড়িয়া বে-সরকারি শিশুসদন ইফতার, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল-২০২৩) বিকালে পাকুড়িয়া বে-সরকারি শিশু সদন চত্ত্বরে উপস্থিত ছিলেন আহবায়ক আসিফ আহমেদ সান্তনু,যুগ্ন আহবায়ক মাহমুদুল রহমান রাজ, সদস্য সচিব আব্দুল ওহাব, সদস্য খোকা, রোকনুজ্জামান, বাবর আলী, আরাফাত, আলাউদিন, ইকবাল কাশেম, হিমেল।

সমন্বয়কারী নাজিম উদ্দিন ও কে এম রবিউল হোসেন ফটিক প্রমুখ।