ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


কাচারী পাড়া ছাত্র সমাজের উদ্যোগে ত্রান বিতরণ


১৩ এপ্রিল ২০২০ ০৪:৫৭

ছবি-নতুনসময়

পাবনা সদরের কাচারী পাড়ায় ছাত্র সমাজের উদ্যোগে এলাকায় নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনে ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১কেজি ডাল,২ কেজি আলু,১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান। চলমান করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ানো হয়েছে সাধারন ছুটি। সীমিত করা হয়েছে যান চলাচল। অপ্রয়োজনে সাধারণ মানুষকে নিসেধ করা হয়েছে বাড়ির বাইরে যেতে। এর ফলে চরম সংকটে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ সময় উপস্থিত ছিলেন শ্রী বাদল কুমার ঘোষ, রকিব রানা (সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক), নজরুল ইসলাম সোহেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।

এ সময় সাবেক ছাত্র নেতা রকিব রানা বলেন, চলমান করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি সমস্যায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাজ হারিয়ে তারা পরিবার নিয়ে চরম কষ্টে দিন পার করছে। এই সংকট মোকাবিলায় অসহায় মানুষ গুলোর মুখে খাদ্য তুলে দিতে এলাকার সকলে মিয়ে এ উদ্দোগ নেয়া হয়েছে। এই সংকটময় সময় এলাকার ১ মানুষও অভুক্ত থাকবে না। প্রতিটি মানুষের কাছে খাদ্য পৌছে দেয়া হবে।