ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বিদেশি পাঁচ সিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞা


৩ নভেম্বর ২০২২ ২২:৪৫

তিনটি বিদেশি প্রতিষ্ঠানের পাঁচ ধরনের সিরাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

গতকাল বুধবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আসরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব সিরাপের বিষয়ে রেড অ্যালার্ট জারি করা হয় সেগুলো হলো- পিটি কোনিমিক্সের প্যারিসিটামল ১৬০ এমজি, পিটি এয়ারিন্ড ফার্মাটিমার প্যারিসিটামল ১৬০ এমজি, চলোরপিনিরামি মেলঅ্যাড ০.৫ এমজি, সিউডোহিডিরিন এইচসিআই ৭.৫ এমজি, ডেস্কট্রোমেথহোরহান এইচবিআর ৫ এমজি, ইউনিভার্সেল কোম্পানির প্যারিসিটামল ১০০ এমজি, প্যারিসিটামল ১২০ এমজি, প্যারিসিটামল ১২০ এমজি, গাইফেনসিন ২৫ এমজি, চলোরফিহেন ইরামিন মেলঅ্যাট এক এমজি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পিটি কোনিমিক্স, পিটি এয়ারিন্ড ফার্মাটামা, ইউনিভার্সেল ফার্মাসিটিউক্যাল ইন্ডাস্ট্রিজের এই ৫টি সিরাপের বিষয়ে ইন্দোনেশিয়ার ওষুধ প্রশাসন বানডাম, পিওএম (ন্যাশনাল এজেন্সি অব ড্রাগ অ্যান্ড ফুড কন্ট্রোল, ইন্দোনেশিয়া) দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে বলে ডব্লিউএইচওর র‌্যাপিড অ্যালার্ট টিমকে জানানো হয়।

পরে র‌্যাপিড অ্যালার্ট টিম অভিযুক্ত তিনটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিষয়ে মেইল করে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরকে সতর্ক করে।

কারণ হিসেবে বলা হয়, সিরাপগুলোতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকল ও ড্রাই ইথিলিনগ্লাইকল পাওয়া যাচ্ছে।