কপিল দেবের বউ হয়ে লন্ডন গেলেন দীপিকা

লন্ডনে উড়ে গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেখানে কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমার দৃশ্যায়নে অংশ নেবেন তিনি।
ছবিতে ক্রিকেটার কপিল দেবের বউ রুমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে ‘পদ্মাবত’ সিনেমার এই নায়িকাকে।
অনেক দিন ধরে সিনেমাটির প্রস্তুতি চলছিল। সম্প্রতি প্রথম ধাপের দৃশ্যায়ন শেষ হয়েছে ধর্মশালায়। বাকি কাজ হবে লন্ডনে।
দীপিকার স্বামী রণবীর সিং সিনেমাটির নাম ভূমিকায় থাকলেও তার বউয়ের চরিত্রে কে থাকছেন এত দিন জানা যায়নি।
সম্প্রতি ‘৮৩’ সংশ্লিষ্টরা দীপিকার অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করে। নিজের প্রযোজিত ও অভিনীত ‘ছাপ্পাক’-এর কাজ শেষ করেই নায়িকা পাড়ি জমান লন্ডন।
এর মাধ্যমেই বিয়ের পর প্রথমবারের মতো জুটি হচ্ছেন রণবীর-দীপিকা। এর আগে তারা সঞ্জয় লীলা বানসালির পরপর তিন সিনেমায় অভিনয় করেন।
১৯৮৩ সালে কপিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেট জেতে ভারত। সেই ঐতিহাসিক ঘটনা এ সিনেমায় তুলে ধরা হবে। আর ছবির অভিনেতাদের প্রশিক্ষণ দিয়েছেন স্বয়ং কপিল।
২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নির্মিতব্য ‘৮৩’।
নতুনসময়/এনএইচ