ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ মামলা


২০ এপ্রিল ২০২৩ ২২:০২

বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের হয়েছে। ১৯ এপ্রিল মুম্বাইয়ের বিকেসি থানায় এ মামলা দায়ের করেন বিবেক রমন নামে এক ব্যক্তি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ১৫ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিবেক রমন। এ অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল হানি সিংয়ের। কিন্তু টাকা লেনদেনের জটিলতার কারণে এ শো বাতিল করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে হানি সিং ও তার সহযোগীরা অপহরণ করেন বিবেককে। তাকে মুম্বাইয়ের একটি হোটেলে জিম্মি করে এবং লাঞ্ছিত করা হয়।

এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিবেক রমন।

এ বিষয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।

বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিং। এক সময় সংগীত ক্যারিয়ারে দারুণ সময় পার করেছেন তিনি। কিন্তু মানসিক অবসাদ, মাদকাসক্তি এই সুরের ছন্দে পতন ঘটায়। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হন হানি সিং। রুপালি জগতের চাকচিক্য থেকে তাকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছে।

এছাড়াও গত বছর স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জনপ্রিয় এই র‌্যাপারের।

আইকে