ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


অভিনেত্রী আঁখির অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে আইসিইউতে


৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৭

শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

আজ শুক্রবার বিকেলে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার আঁখির কিছুটা শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তার সব চিকিৎসা চলছে। এর পাশাপাশি তার শরীরের জ্বরও ছিল।

এদিকে, আখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, তার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার আঁখির জ্বর ও শ্বাসকষ্ট হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি বলেও জানান তিনি।

এদিকে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমা দিতে হয়েছে।

এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে দগ্ধ হন আঁখি।

চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার।

এছাড়াও শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আইকে