ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৬

ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট

ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে স্থানান্তরসহ ছয় দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট।

আজ সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে একটি মিছিল বের করা হয় যা পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে উপাচার্যের কার্যালয়ে পৌঁছায়।

সেখানে কর্মসূচিতে বক্তৃতায় দিয়েছেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ইকবাল করিম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

ছয় দফা দাবির মধ্যে আরও আছে গেস্টরুম/গণরুম নির্যাতন বন্ধ ও নির্বাচনে প্রার্থিতা ৩০ বছর রাখার বিধান বাতিল ইত্যাদি।