অজ্ঞানপার্টির খপ্পরে ঢাবি শিক্ষক, ভর্তি ঢামেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ সাইদুল আরেফিন নামে এক শিক্ষককে অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাইদুল আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনিস্টিটিউটে কর্মরত আছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে ভর্তি করা হয়েছে ঢামেকে।
জানা গেছে, কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে সায়েদাবাদ নেমে রিকশা যোগে ঢাবি’র ফুলার রোডে বাসায় আসার পথে শাহাবাগের হাইকোর্টের পাশে কদম ফোয়ারার সামনে অচেতন হয়ে পরেন তিনি, পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন।
সমাজ কল্যান বিভাগের শিক্ষক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন তার কাছে থাকা ঘড়ি, মোবাইল, মানিব্যাগ কিছুই পাওয়া যায় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, সাইদুল আরেফিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/এ আই