ইবিতে ‘মোহন জলের জালে’ কাব্যে‘র মোড়ক উম্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তাজা আলী‘র প্রথম কাব্য গ্রন্থ ‘মোহন জলের জালে’ এর মোড়ক উম্মোচিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় লোক প্রশাসন বিভাগের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আশকারী মোড়ক উম্মোচন করেন।
লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু। এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ সেলিম, প্রফেসর ড. গিয়াস উদ্দিন, প্রফেসর ড. লুৎফর রহমান প্রমূখ।
মোহন জলের জালে কাব্যে‘র কবি মুন্সি মুর্তাজা আলী বলেন, আমি এই কাব্য গ্রন্থ লিখতে গিয়ে কখনো আবেগে আপ্লুত হয়েছি, কখনো হয়েছি প্রমিক, কখনো রাখাল হয়েছি, কখনো ছুটে গিয়েছি মায়ের কাছে কখনো আবার নদীর কাছে। আশা করি আমার এ কাব্য গ্রন্থ পাঠক সমাজের কাছে সমাদৃত হবে।
উল্লেখ্য, কাব্য গ্রন্থটি একুশে বই মেলায় পরিবার প্রকাশনির ২১৩ নং স্টলে পাওয়া যাবে।
নতুনসময়/আইএ