সংঘর্ষের ঘটনায় জবি ছাত্রলীগের কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যম্পাসে রবিবার (৩ ফেব্রুয়ারি) দফায় দফায় সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরী স্বিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যম্পাসের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে নেতৃবৃন্ধের আন্তরিকতা ও সদিইচ্ছার ঘাটতি পরিলক্ষিত হওয়ায় তাদের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
একই সাথে অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় নেতা সোহান খান, আরেফিন সিদ্দিক সুজন, আল নাহিয়ান জয়, ইয়াদ আল রিয়াদকে নিয়ে চার সদস্যের কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
প্রসঙ্গত, পূর্ব বিরোধ ও নতুন করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পক্ষের কর্মীদের মধ্যে সারাদিন ব্যাপি দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাধারন শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রলীগ কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
নতুনসময়/ঢালী/ইমরান