সন্ধ্যায় ডাকসু নির্বাচন নিয়ে সিন্ডিকেটের সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেটের সভা এক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিন্ডিকেট সভা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সভায় বিভিন্ন কর্মসূচির মধ্যে ডাকসু নির্বাচনের বিষয়গুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। নির্বাচনে ভোটার, প্রার্থী কারা হবেন সেসব বিষয়ে আলোচনা হবে।
সূত্র আরো জানায়, এর আগে ডাকসুর গঠনতন্ত্র, আচরণবিধি প্রণয়ন, ভোটার তালিকার বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন সংগঠনের নেতারা। এবার এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজ সভায় বসছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট।
প্রসঙ্গত, আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এ আই