ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২


ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিইসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান


৭ জানুয়ারী ২০১৯ ০৮:১০

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিইসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে জেএসসি ও পিইসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় রাজধানী মিরপুর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় রূপগঞ্জের কাঞ্চন পৌর আল-আমিন হ্যান্ড রাইটিং একাডেমি থেকে অংশগ্রহণকারী ১৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ হারুন অর রশিদ।

এছাড়াও উপস্থিত ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান এড. সেলিনা রওশন, অধ্যক্ষ আনিসুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ আক্তারুজ্জামান প্রমূখ। সারা দেশ থেকে আসা অংশগ্রহণকারী দুই হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হিসেবে গোল্ড মেডেল ও শিক্ষা সনদ প্রদান করা হয়। এসময় রূপগঞ্জের কাঞ্চন পৌর আল-আমিন হ্যান্ড রাইটিং একাডেমি থেকে অংশগ্রহণকারী ১৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।