ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাবিতে বঙ্গবন্ধুর কাছে চিঠি লেখার প্রতিযোগীতা


৩০ আগস্ট ২০১৮ ২৩:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালবাসা, নিজের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রশ্ন বা অভিযোগ জানিয়ে বঙ্গবন্ধুর কাছে চিঠি লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় এ প্রতিযোগীতার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪০-৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কতিক সংসদের সভাপতি রাগীব বলেন, জাতির পিতার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালবাসার অংশ হিসেবে কারোর কোন আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভিযোগ থাকতে পারে। আমরা সেই কথাগুলো বলার সুয়োগ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

বর্তমানে এই কমিটির সভাপতি রাগীব রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ পড়ছেন ইসলামিক স্টাডিজ বিভাগে।

একেএ