ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


দেশে বেড়েছে সাক্ষরতার হার


৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪৩

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে সাক্ষরতার হার ছিল ৭২.০৩ শতাংশ যা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২.৯ শতাংশ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য তুলে ধরেন ।

পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কবে বাতিল প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের বলেন, যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে। তবে প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শেষ হয়নি, কাজটি শেষ হলেই এটার বাস্তবায়ন হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনার।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ জামান সহ, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এসএমএন