ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


প্রধানশিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন


২৭ নভেম্বর ২০১৮ ০২:৪৫

সাতক্ষীরায় আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণের নামে এস এস সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও প্রধান শিক্ষক রুহুল আমীনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অভিভাবক ও ছাত্র-ছাত্রীর আয়োজনে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গৌর পদ মন্ডল, অভিভাবক সদস্য ডালিয়া খাতুন, ছাত্র শাহারিয়া হোসেন, শান্ত হোসেন ও আনারুল গার্জী প্রমূখ।

মানববন্ধনের বক্তারা বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের ফি নির্ধারিত করে দিলেও সেটি অমান্য করে প্রধান শিক্ষক রুহুল আমীন অতিরিক্ত অর্থের বিনিমিয়ে অযোগ্য শিক্ষার্থীদের ফরম পূরনের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শুধু তাই তার বিরুদ্ধে একাধিক স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। অবিলম্বে প্রধান শিক্ষক রুহুল আমিনকে অপসারণের দাবি জানান বক্তরা।

এমএ