ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মঙ্গলবার শুরু হচ্ছে ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’


২০ নভেম্বর ২০১৮ ০৩:০৭

মঙ্গলবার (২০ নভেম্বর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে টানা তৃতীয় বারের মত ক্ষমতায় আনতে এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কতৃক আয়োজিত ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’ মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট শাখায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে অভাবনীয় উন্নয়ন সাধীত হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমরা মত বিনিময় করবো, আমরা তাদের কথা শুনবো, তাদের কাছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে এবং আবার ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এসব বিষয় নিয়ে কথা বলবো এবং সরকারের উন্নয়ণ চিত্র তুলে ধরার জন্য এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

ঢাবি ছাত্রলীগ কতৃক আয়োজিত ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’ এই কর্মসূচি ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ০৩ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক চলবে।

এমএ