ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


জাবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি কুশল সম্পাদক বাপ্পী


৫ নভেম্বর ২০১৮ ০৩:৩৪

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) ২০১৮-১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের (৪২তম ব্যাচ) শিক্ষার্থী কুশল মজুমদারকে সভাপতি এবং ইংরেজি বিভাগের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী ইখতিয়ার আহমেদ বাপ্পীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার অনুষ্ঠিত হওয়া বার্ষিক সভায় সংগঠনটির প্রাক্তন সভাপতি তৌকির আহমেদ ও সম্পাদক নিয়াজ মুর্শেদ এ কমিটি ঘোষণা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আবু তোয়াব শাকির, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক তানজিনুল হক মোল্লাকে সংগঠনটির উপদেষ্টা করা হয়েছে।

৩১সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, দফতর সম্পাদক সুশান্ত পাল, সাংগঠনিক সম্পাদক গাজী ইশমাম হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শামিন ইয়াছির শাফিন, কোষাধ্যক্ষ নিশাত নুজহাত শারাফ, মিডিয়া সম্পাদক ফাতেমা তুজ জোহরা, প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম সৈকত, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সাজিদ ইবনে হাবীব, জনসংযোগ বিষয়ক সম্পাদক প্রিয়ংকেশ পাপ্পু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ইলিয়াস বিন শামস, কর্মশালা বিষয়ক সম্পাদক অংশুমান রশীদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়েল ৪৪তম ব্যাচের সৌরভ, সুষ্মিতা, ৪৫তম ব্যাচের সুমন, রেজা, সানি, নির্ঝর, সাকিব, রবিন, রাজেশ, সুবর্ণা, মালিহা, ৪৬তম ব্যাচের বিরুনি, মনি, নিবির, জিয়াউল, রেদোয়ান, অবনি, রিপন, তাহিয়া।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (জেইউপিএস) ফটোগ্রাফি চর্চার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি জাতীয় পর্যায়ে ফটোগ্রাফি প্রদর্শনী, আলোকচিত্র কর্মশালা, ফটোওয়াক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এমএ