ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভালুকায় দুই কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা


৮ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫৭

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে ভালুকা পৌরসভায় অবস্থিত প্রতিশ্রুতি ও প্রতিফলন নামে দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টারে পাঠদান করায় দণ্ডবিধি ১৮৬০ এ দুইটি কোচিং সেন্টারকে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।