ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


জেএসসি-জেডিসি পরীক্ষা ১ থেকে ১৫ নভেম্বর


৩১ আগস্ট ২০১৮ ০৪:২৩

বৃহস্পতিবার (৩০ আগস্ট) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষাবোর্ড। প্রকাশিত সময়সূচী অনুযায়ী ১ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর চলবে এ পরীক্ষা।

যেদিন যে বিষয়ের পরীক্ষা

>> বাংলা ও বাংলা প্রথম পত্র পরীক্ষা ১ নভেম্বর (অনিয়মিতদের জন্য)।
>> বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ৩ নভেম্বর (অনিয়মিতদের জন্যও)।
>> ইংরেজি ও ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ৪ নভেম্বর (অনিয়মিতদের জন্য)।
>> ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ৫ নভেম্বর (অনিয়মিতদের জন্য)।
>> গণিত পরীক্ষা ৮ নভেম্বর।
>> বিজ্ঞান পরীক্ষা ১০ নভেম্বর।
>> কর্ম ও জীবনমুখী শিক্ষা পরীক্ষা ১১ নভেম্বর (অনিয়মিতদের জন্য)।
>> বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা ১২ নভেম্বর।
>> কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি সংস্কৃত, পালি ও শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা ১৩ নভেম্বর (অনিয়মিতদের জন্য)।
>> ইসলাম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা ১৪ নভেম্বর।
>> তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও চারু ও কারুকলা পরীক্ষা ১৫ নভেম্বর (অনিয়মিতদের জন্য)।

এই সময়সূচী অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ বাধ্যতামূলক। পরীক্ষার্থীরা কোনওক্রমে তাদের সঙ্গে মোবাইল ফোন রাখতে পারবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব পরীক্ষা কেন্দ্রে ফোন সঙ্গে রাখতে পারবেন।